শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

উপদেষ্টা পদ হারালেন তৈমুর

সংবাদ নারায়ণগঞ্জ:- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদ হারালেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সোমবার দুপুরে দলের এ সিদ্ধান্তের কথা জানা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম সোমবার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদ থেকেও তৈমুর আলমকে প্রত্যাহার করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ায় তাকে জেলা বিএনপি আহ্বায়ক পদ থেকে সরানো হয়। তার স্থলে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনিরুল ইসলাম রবিকে দায়িত্ব দেওয়া হয়। এবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

বিএনপি কোনো নির্বাচনে অংশ না নিলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশতৈমুর আলম খন্দকার দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী হলেও দল তার সঙ্গে আছে। এরপর বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ আসে, তৈমুর আলমের পক্ষে কোনো বিএনপির নেতাকর্মী যেন কাজ না করে। তাকে বহিষ্কার করাও হতে পারে- এমন আলোচনা তখন থেকেই চলছিল।আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটি কর্পোরেশনে ভোট হবে শতভাগ ইভিএমে।

গত ৩০ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD