শনিবার, ২২ মার্চ ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপি বলেছেন, আজকে এখানে যারা একটি কম্বল নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এমন একটি সময় আসবে যেদিন আপনারাই একটি কম্বল দেওয়ার জন্য গরীব মানুষ খুজে পাবেন না।
(৭ ডিসেম্বর) শুক্রবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের আদর্শ নগর এলাকায় এলাকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক রায়হান আহমেদ এর আয়োজনে
গরিব দুঃখীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ একদিন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ।
লিপি ওসমান আরো বলেন, জনপ্রতিনিধি যদি জনগনের সাথে আমানত খেয়ানত করে ওই জনপ্রতিনিধি শুধু জনগনের কাছে নয় আল্লাহর কাছেও জবাব দিতে হবে। আর আমার বিশ্বাস শামীম ওসমান জনপ্রতিনিধি হিসাবে জনগনের মন খুশি করে উন্নয়নমূলক কর্মকান্ড করে চলছে।
আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের সব ধরনের সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। এই শীতে যেন কেউ কষ্ট না পায় সে জন্য আমরা সকল অসহায় মানুষকে সহযোগীতা করার চেষ্টা করছি। এছাড়াও আপনাদের কোন সমস্যা হলে তা আপনারা আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমত আপনাদের জন্য চেষ্টা করব।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, জেলা পরিষদের সদস্য মোস্তফা চৌধুরী, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান হক,, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, সোহাগ, জাহিদ, মিতুল, আদর, লিটন, ইব্রাহিম, আসিফ, শহীদ।