সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

মহান ২১ শে ফেব্রুয়ারীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আলাউদ্দিন হাওলাদার

সংবাদ নারায়ণগঞ্জ:- মহান অমর একুশে ফেব্রুয়ারি। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার দাবিতে অকুতোভয় বাঙালির সহোদর সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের মত অগণিত ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী সেসব সৈনিকদের জন্য  লাখো বাঙালি সবটুকু আবেগ ঢেলে দিয়ে স্মরণ করবে।

অমর একুশে, বাঙালির পথদিশা, একুশে হৃদয়াপ্লুত ঐশ্বর্য, প্রাণের স্পন্দন। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শানিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা।

সেসব ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ২নং ওয়ার্ড  আওয়ামীলীলীগের সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলাউদ্দিন হাওলাদার । এছাড়াও ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD