বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ বন্দরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে কিশোরগঞ্জের ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে।
গত (১০ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ও ৫ জনকে অজ্ঞাত নামা আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।
এর আগে গত ৭ মার্চ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বন্দর থানার হাজীপুরস্থ মেরিন ট্রেনিং সেন্টারের পাশে এক ফাঁকা মাঠে ওই গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার সদর থানার কাতিয়ারচর এলাকার ঐ তরুণী গত ১৫ ফেব্রুয়ারি বন্দরে একরামপুর এলাকাস্থ তার খালার বাড়িতে বেড়াতে আসে। এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ দুপুর ১টার দিকে ঐ তরুণী ওষুধ কিনতে দোকানে যায়। পরে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত নামা এক নারী বিদেশ যাওয়ার বিষয় নিয়ে অপর আরেকজনের সঙ্গে কথা বলার সময় ঐ তরুণী অজ্ঞাত নামা নারীর কাছ থেকে আদম ব্যবসায়ী নম্বর নেয়। পরে ঐ তরুণী আদম ব্যবসায়ী নম্বরে ফোন দিলে তার পরিচয় আলাউদ্দিন নামে জানায়। পরে আলাউদ্দিন বিদেশের বিষয় নিয়ে কথা বলার জন্য গত ৭ মার্চ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঐ তরুণীর মোবাইলে ফোন দিয়ে ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসতে বলেন। আলাউদ্দিন মিয়ার কথামতো সরল বিশ্বাসে ঐ তরুণী ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসলে ওই সময় লম্পট আলাউদ্দিন রিকশায় করে গত সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বন্দর থানার হাজীপুরস্থ মেরিন ট্রেনিং সেন্টারের পাশে এক ফাঁকা মাঠে নিয়ে গিয়ে আলাউদ্দিনসহ সেখানে আরো ৫ নরপশু ঐ তরুণীকে পালাক্রমে ধর্ষন করে ।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকতার ধর্ষকদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।