শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে আনা হয়নি জাকির খানকে, আদালতের বাহিরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পিকনিকে ট্রলারে সন্ত্রাসী হামলা:দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধ সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড সাদিক অ্যাগ্রোর মালিকসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা একই রশিতে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ছাগলকাণ্ডে মতিউর রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবলীগ নেতা আহত ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আরো ৯ জন গ্রেপ্তার

জালকুড়ীতে প্রকাশ্যে অটোরিকশা থেকে ইদু মোল্লার চাঁদাবাজি

সংবাদ নারায়ণগঞ্জ:- পরিবহন সেক্টরে চাঁদাবাজীর অভিযোগে জেলার বিভিন্ন সড়কের বহু সংখ্যক পরিবহন চাঁদাবাজ জেলা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হলেও ব্যাটারি চালিত অটো রিকশা (ইজিবাইক) থেকে কোনোভাবেই বন্ধ হচ্ছে না চাঁদাবাজি। চাঁদাবাজরা থানা পুলিশকে ম্যানেজ করে দিব্যি চাঁদাবাজরা করছে চাঁদাবাজি। র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সড়কে দাঁড়িয়ে থাকা কিছু চাঁদাবাজকে গ্রেপ্তার করলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে চাঁদাবাজির মূল হোতারা।

অপরদিকে বহুদিন ধরে জালকুড়ী থেকে পাগলা চলাচল রত অটো রিকশা থেকে প্রকাশ্যেই চাঁদা উত্তোলন করছে ইদু মিয়া। এ যেন দেখেও না দেখার ভান করছে প্রশাসন। জালকুড়ী থেকে পাগলা চলাচল রত প্রায় ৩০০ টি অটো রিস্কা রয়েছে । প্রতিদিন প্রত্যেকটি অটো রিকশা থেকে প্রতিদিন ৩০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে। আর এই চাঁদাবাজির নেতৃত্বে রয়েছেন জালকুড়ি এলাকা হেলাল, মোটা ফারুক, খালপাড়া বাড়ি এলাকার সাইদুর।

এই চাঁদাবাজদের বিষয়ে জেলা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভুমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে।জেলা আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। এদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও তাদেরকে গ্রেফতারের দাবী করেছেন অটোরিকশা ও ইজিবাইক চালকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায় অটো রিকশা মধ্যে বসে ইদু মোল্লা প্রতিটি অটো রিকশা থেকে ৩০ টাকা করে উত্তোলন করছে। টাকা উত্তোলনের কথা জানতে চাইলে তিনি বলেন মসজিদের জন্য টাকা উত্তোলন। কত টাকা উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে এবং উল্লাহ বলেন ইদু বলেন ৩ থেকে ৪ হাজার টাকা। যা মাসে দাঁড়ায় ১ লক্ষ২০ হাজার টাকা। বছরে ১৪ লক্ষ ৪০ হাজার টাকা।

সূত্রটির দাবী, ইজিবাইক ও অটোরিক্সার চাঁদাবাজি থেকে বছর শেষে অর্ধ কোটি টাকারও বেশী যে টাকা বা চাঁদা উত্তোলন করছে তারা। একটি অংশ পায় প্রশাসনের দূর্নীতিবাজ কর্মকর্তা ও বিশেষ পেশায় নিয়োজিত কতিপয় ব্যক্তি সহ হোমড়া- চোমরা পাতি নেতা,লাইন ম্যান,ছিচকে সন্ত্রাসী।

ইজিবাইক, অটো রিক্সা চালক ও মালিকদের অভিযোগ, চাঁদাবাজরা বসে থেকে আমাদের কষ্টে অর্জিত টাকা জোর করে আদায় করছে। আমরা নিরুপায় তাই প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD