সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

পুলিশ তদন্ত ছাড়াই আমরা বিরুদ্ধে মামলা নিয়েছে, সংবাদ সম্মেলনে আনিছ মাস্টার

সংবাদ নারায়ণগঞ্জ:- বাল্কহেড গুমের অভিযোগে মামলার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৪০৪৩) এর কেন্ত্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার।

(১৮ মে) বুধবার সদর উপজেলার পাগলা এলাকায় অবস্থিত ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় আনিসুর রহমান মাস্টার বলেছেন, আসাদুজ্জামান শামীম নামের একজন ব্যক্তির এমভি মায়ের বাল্কহেডটি গুমের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যে অভিযোগ সম্পূর্ন মিথ্যা।
আসাদুজ্জামান শামীম আমাদের সংগঠনের নেতা হারুন মোল্লার কাছে তার বাল্কহেড বিক্রিয় করেন। হারুন মোল্লাও আরার সাথে এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহন করেছেন।

আসাদুজ্জামান শামীম মামলা দিয়ে পুলিশি হয়রানি করা ও সংগঠনের বদনাম করার জন্যই এ ধরনের কর্মকান্ডে লিপ্ত হয়েছে।

আনিসুর রহমান আরো অভিযোগ করে বলেন, প্রতারক আসাদুজ্জামান শামীমের দায়ের করা মামলায় পুলিশ কোন তদন্ত করেনি। পুলিশের এহেন পদক্ষেপ এও তিনি ক্ষোভ ও দু:খ প্রকার করেন।
তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অঘত বিশ্বাস রেখে ন্যায় বিচার দাবি করে প্রতারক আসাদুজ্জামান শামীমের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত হারুন মোল্লা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এমভি মায়ের ¯েœহ বাল্কহেডটি আসাদুজ্জামান শামীম এর কাছ থেকে ক্রয় করেছেন এবং ধর্মগঞ্জের রানা নামের একজন ব্যক্তির কাছে বিক্রিও করেছেন।

আসাদুজ্জামান শামীমের মামলা মিথ্যা। সে এমভি মায়ের ¯েœহ বাল্কহেডটি বিক্রয়ের সময়ও তালবাহানা করেছিলো। সংবাদ সম্মেলনে ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন এর কেন্ত্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি এসএম হুমায়ুন কবির বলেন আসাদুজ্জামান শামীম আমাদের সংগঠন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বাল্কহেড শ্রমিকের সার্থে আমাদের এই সংগঠনের নিরালস কাজ করে যাচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আসাদুজ্জামান শামীম মামলা সম্পূর্ন মিথ্যা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD