সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আলীগঞ্জে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও তার ছেলের সন্ত্রাসী বাহিনী হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে।
(৮ জুন) বুধবার বিকেলে উপজেলার আলীগঞ্জ এলাকায় হাজী নাসির উদ্দিনের বাসায় এসে সন্ত্রাসীরা হামলা চালায়।
সন্ত্রাসী হামলার ঘটনায আহতরা হলেন, পিয়াস, পিয়াল, পারুল বেগম, রুকসানা ও জেবা তাদেরকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় হাজী নাসির উদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নাঃগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, তার ছেলে ফাহিম, ইমরান সহ অজ্ঞাত ৩০/৩৫ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণ থেকে জানা যায়, আর্জেন্টিনা ব্রাজিল খেলা নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ছেলে ফাহিমের সাথে আমার ছেলে পিয়াসের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ বিকেলে ফাতেমা মনির ও তার ছেলে ফাহিমের সন্ত্রাসীরা দেশী অস্ত্র নিয়ে বিকেলে আমার বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর করে। বাধাঁ দিতে গেলে হামলায় পিয়াস, পিয়াল, পারুল বেগম, রুকসানা ও জেবা গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও তার ছেলে ফাহিমের এমন কান্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবং তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি জিয়াউল হক দিপু বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির এর বিরুদ্ধে আলীগঞ্জ এলাকায় একটি হামলার অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।