সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকা সংলগ্ন ইস্ট কোস্ট নীটওয়্যার গার্মেন্টসের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানা পুলিশ।
ওসি জিয়াউল হক দিপু জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছর৷ নিহতের বুকে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে।এছাড়া গলায়ও ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে৷ মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইস্ট কোস্ট নীটওয়্যার গার্মেন্টসের গার্মেন্টসের নিরাপত্তা প্রহরী ফয়জুল হক জানান, রাত ১১টায় গার্মেন্টস ছুটি হবার পর সবাই চলে যায়। সামনের সড়কটি তখন থেকেই নিরব ছিল। রাত দেড়টার দিকে অনবরত কুকুরের ডাক শুনতে পেয়ে কারখানা গেটের দরজার ফাঁকা দিয়ে রক্তাক্ত এক যুবককে তড়পাতে দেখেন ফয়জুল।
তিনি বলেন, “কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে গেটের ফুটো দিয়ে বাহিরে তাকিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একটা ছেলে সড়কে লাফাচ্ছে। কিছুক্ষন লাফিয়ে সড়কে পড়ে নিথর হয়ে যায়। তখন তার আশপাশে কাউকে দেখিনি। এরপর তাৎক্ষনিক মালিকপক্ষকে ফোন করে বিষয়টি জানিয়েছি।