শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর হল কিশোর গ্যাং। ফতুল্লায় কোনভাবেই দমানো যাচ্ছেনা কিশোর গ্যাং গ্রুপ। একের পর এক ঘটিয়ে যাচ্ছে অঘটন। ঘটাচ্ছে হত্যা, ছিনতাই, ধর্ষণ, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড। ফতুল্লা থানা পুলিশ কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেনা বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে ওঠা এসব কিশোর গ্যাং গ্রুপ।
এদিকে সচেতন মহলের মতে ফতুল্লা থানা এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ ফতুল্লা মডেল থানা পুলিশ। পাড়া-মহল্লায় পুলিশের ঠিকমত নজরদারি না থাকায় কিশোররা গড়ে তুলেছে বিশাল সিন্ডিকেট। কিশোর গ্যাংয়ের হাতে একের পর এক হচ্ছে হত্যা। প্রশাসন জোরালোভাবে কিশোর গ্যাং নির্মূলের কথা বললেও তেমন কোনো অগ্রগতি তাদের পক্ষ থেকে দেখা যায়নি। বরং দিন দিন বেড়ে চলেছে বিভিন্ন পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের বিচরণ। এতে করে আতঙ্কিত হয়ে পড়ছে অভিভাবকরা।
সচেতন মহলের দাবি যেভাবেই হোক কিশোর গ্যাং কালচারকে নিয়ন্ত্রণে আনতেই হবে। নিশ্চয় মাথাব্যথার জন্য মাথা কেটে নয়, মাথাব্যথার ওষুধ দিতে হবে। পুলিশ প্রশাসনকে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে কোনোভাবে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।