রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

রূপগঞ্জে স্বর্ণের দোকানে অস্ত্র দেখিয়ে চাঁদাদাবি

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে স্বর্ণের দোকানে দিন দুপুরে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফাহিম মোল্লার বিরুদ্ধে।এমনকি চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই দোকান মালিককে মারধর করা হয়েছে।

(২৩ জুলাই) শনিবার দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে  এ ঘটনা ঘটে। তবে, রোববার ঘটনা জানাজানি হয়।মারধরের শিকার ব্যবসায়ীর নাম রানা পোদ্দার।

রানা পোদ্দার জানান, শনিবার দুপুরে তাঁর প্রতিষ্ঠান পোদ্দার জুয়েলারি ওয়ার্কশপের সামনে সাত–আটজন তরুণ অবস্থান নেন। তাঁদের মধ্যে দুজন দোকানের ভেতরে প্রবেশ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে এক তরুণ কোমরে থাকা পিস্তল বের করে রানার দিকে তাক করেন। তাতেও চাঁদা না দিলে তরুণেরা দোকানের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে মারধর করেন। তখন দোকানে থাকা কর্মচারীরা ডাকাত বলে চিৎকার করলে ওই তরুণেরা পালিয়ে যান।

ওই দোকানের সিসিটিভির একটি ফুটেজ এসেছে গণমাধ্যমের হাতে। এতে রানা পোদ্দারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সিসিটিভির ফুটেজ দেখে অস্ত্রধারী তরুণকে শনাক্ত করেছেন মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া। প্রথম আলোকে তিনি জানান, অস্ত্রধারী ওই তরুণের নাম ফাহিম মোল্লা। ফাহিম মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেলিম মোল্লার ছেলে। ঘটনার পর থেকে মুড়াপাড়া বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে আছে বলে জানান মানিক মিয়া।

ফাহিম মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ফাহিমের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় তার বাবা সেলিম মোল্লার সঙ্গে। তিনি বলেন, ফাহিম সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ঘটনার পর ফাহিম বাড়িতে আসেনি। তার মুঠোফোনও বন্ধ। ফাহিমের অস্ত্রের উৎস সম্পর্কে কিছু জানেন না বলেও দাবি করেন সেলিম মোল্লা।

ঘটনার পর থেকে পরিবারের লোকজনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত আছেন বলে জানান রানা পোদ্দার। তিনি বলেন, বাজার কমিটির নেতাদের সঙ্গে পরামর্শ করে এ ঘটনায় মামলা করবেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা জানান, মামলা হয়েছে, অস্ত্রধারীকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD