সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এস টি সাত্তার নামে এক ব্যক্তি ও তার লোকজনের বিরুদ্ধে।
(২৮জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসার গ্রামে এই ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন পুলিশের এক এএসআই। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাত্তার।
দাউদপুর ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ জানান, তিনি প্রাণ আরএফএল প্রতিষ্ঠানে জমির ব্যবসা করেন। এই ব্যবসা পরিচালনার জন্য পাশের গ্রামের সন্ত্রাসী এস টি সাত্তার তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। বৃহস্পতিবার সকালে আরএফএল প্রতিষ্ঠানকে জমি বুঝিয়ে দিতে তার ভাই মোশারফ, কামরুল, মাজাহার, সাদেকসহ কয়েকজন খৈসার গেলে তাদের সাত্তার ও তার লোকজন তুলে নিয়ে তার ব্যক্তিগত অফিসে বন্দি করে নির্যাতন চালায়।
খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে পুলিশের ওপরও হামলা করেন সন্ত্রাসীরা। এতে রূপগঞ্জ থানার এএসআই রাসেল আহত হন। আহতদের রূপগঞ্জ ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোশারফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত সাত্তার দাবি করে বলেন, তৌহিদের ভাই মোশারফসহ কলিঙ্গা গ্রামের ১৫-১৬ জন তার ইটের ভাটায় এসে চাঁদা দাবি করলে গ্রামবাসী মিলে তাদের গণধোলাই দেয়।
তিনি আরো জানান, তাদের গ্রামের রাসেল নামে একজন পার্শ্ববর্তী কালিগঞ্জ এলাকার একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা নিয়ে ফেরার সময় তাকে পিটিয়ে আহত করে টাকা ছিনিয়ে নেয় কলিঙ্গার কিছু লোকজন।
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ আহতের বিষয়টি অস্বীকার করেন তিনি।