শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

আবারও নারায়ণগঞ্জে ট্রেন বগি লাইনচ্যুত

সংবাদ নারায়ণগঞ্জঃ- আবারও নারায়ণগঞ্জ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঘন্টা খানেক যাবত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকেল ৪ টার পর থেকেই স্বাভাবিকভাবে হয় রেল যোগাযোগ।

(২৬ সেপ্টম্বর) শনিবার পৌনে ১১টায় শহরের উকিলপাড়া এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ২ নং রেলগেট এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেটি অপসারণ করে লাইনে এনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছিল।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আবারো ট্রেন লাইনচ্যুত হয়েছিল। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করেছে। লাইনও মেরামত করা হয়েছে। আশা করছি আর সমস্যা হবেনা। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখবো। বিকেলের পর থেকেই নিয়মিতভাবে ট্রেন চলাচল করবে।

তিনি বলেন, লাইনচ্যুত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি কিংবা কোন দুর্ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD