মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আবারো লেডি সন্ত্রাসী খ্যাত নারায়ণগঞ্জ সদর উপজেলা বাইশ চেয়ারম্যান ফাতেমা মনির ও তার বাহিনী বিরুদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিজকৃত জায়গা দখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রাকিব হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির সড় ৭/৮ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাগলা মেরি এন্ডারসন সংলগ্ন লিজকৃত সরকারি জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালায় নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও তার সাথে থাকা লেডি সন্ত্রাসী বাহিনীরা। এতে বাধা প্রদান করলে অকথ্য ভাষায় গালাগালি সহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় আমার থাকা সুমন ও মিলন এ হামলা আহত হয। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ফাতেমা মনির চলে যায়। যাওয়ার সময় বলেন আমাদের ঔ কোন কাজে বাধা দিলে হত্যার হুমকিও প্রদান করে।
জেলা পরিষদের কাছ থেকে মালিক আজিজুল হাওলাদার বলেন, পাগলা মেরি এন্ডাসন সংলগ্ন জেলা পরিষদের সরকারী জায়গা দীর্ঘদিন ধরে ফাতেমা মনির জোরপূর্বক দখল করে বিভিন্ন দোকানদারের কাছে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আমি সরকারিভাবে এই জায়গাটি লিজ নিয়ে এসেছি। কিন্তু ফাতেমা মনের ও তার সন্ত্রাসী বাহিনীরা কিছুদিন ধরে এই জায়গাটি দখল করার জন্য চেষ্টা করছে। আজও তিনি এই জায়গাটি দখল করতে আসলে তাদেরকে বাধা দিলে তিনি ও তার সন্ত্রাসী বাহিনীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের লোকদের উপর আমরা চালায়। এ হামলায় আমাদের দুইজন লোক আহত হয়। এই ঘটনায় পরে ফতুল মোড়ল থানায় মনির ও তার সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।