শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

আলীগঞ্জ মাঠ রক্ষায় গোলাম দস্তগীর গাজী ও মেয়র আইভী আমাকে সাহায্য করেছেন, পলাশ

সংবাদ নারায়ণগঞ্জ:- আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আসাদুজ্জামান ও কামরুজ্জামান স্মৃতি অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

(২৯ সেপ্টেম্বর) বিকালে আলীগঞ্জ খেলার মাঠে আসাদুজ্জামান ও কামরুজ্জামান অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।

এ সময় নেতা শ্রমিক পলাশ বলেন, এই আলীগঞ্জ মাঠটি রক্ষা করতে গিয়ে অনেক জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছি। তারপরও মাঠ রক্ষার আন্দোলনে পিছপা হইনি। এই আন্দোলনে আমাকে সাহায্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি ও গোলাম দস্তগীর গাজী। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

পলাশ বলেন, সংসদে এক বড় ভাই বলেছেন এই মাঠ দিয়ে আমি চাঁদাবাজি করি। যদি চাঁদাবাজি করতাম তাহলে এই মাঠের বিনিময়ে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যেতে পারতাম। আমি এই মাটি রক্ষা করেছি শুধু আগামী প্রজন্মের জন্য। এই মাঠ আলীগঞ্জ বাসির নয় এ মাঠ ফতুল্লা বাসীর।

কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বার এর সভাপতি এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম নাসির, মোস্তফা কাউসার, আলিগঞ্জ ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হান্নান, আলিগঞ্জ ক্লাবের কোষাধক্ষ আরিফুল ইসলাম, আলিগঞ্জ ক্লাবের সদস্য হাজী আব্দুল হালিম খান, বলেছেন, আবু সাঈদ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD