শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

বন্দরে মিশুক চালক কায়েস হত্যা: ১২ ঘণ্টার মধ্যে ৩ জন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ বন্দরের উত্তরপাড়া এলাকার মিশুক চালক কায়েস হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

(২ অক্টোবর) রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-বন্দর উপজেলার পদুঘর এলাকার মুক্তার হোসেনের ছেলে কাউছার, একই এলাকার সেলিমের ছেলে কামরুজ্জামান শিমুল ওরফে শ্যামল, উপজেলার দক্ষিন কুল চরিত্র এলাকার রটজা গাজীর ছেলে ফাহিম ওরফে জিকো।

পুলিশ সুপার বলেন,পূর্ব পরিকল্পিতভাবে মিশুকটি পদুঘর থেকে ভাড়া করে সাবদী ব্রিজের নিয়ে গিয়ে মদপান করেন। পরে কলাগাছিয়া ইউপি কান্দাপাড়া থেকে নরপদি গ্রামের পাকা রাস্তার পাশে কালবার্ট সংলগ্ন জনৈক নূর মোস্তফার বালু ভরাটকৃত জমির উত্তর কোণে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করে ঝোপে হাত-পা বেধে ফেলে দেয়।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD