শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

বন্দরে মিশুক চালক কায়েস হত্যা: মূল আসামী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ: বন্দরে মিশুক চালক কায়েসের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধারের ঘটনায় জরিত মুল আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
(৩ অক্টোবর) সোমবার ভোরে ফতুল্লা থানাধীন তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।র‌্যাব জানায়, নিহত মিশুক চালক কায়েসের সাথে আসামীর পূর্ব বিরোধ ছিল। এই পূর্ব শত্রুতার জের ধরে আসামী লিমন ভিকটিমকে ডেকে নিয়ে তার অন্যান্য সহযোগিদের সহায়তায় ধারালো দা দিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের মিশুক গাড়ীটি অন্যত্র স্থানান্তর করতে গেলে স্থানীয় লোকজনের জিজ্ঞাসার মুখে আসামীরা মিশুকটি রেখে পালিয়ে যায়। মূলত আসামী লিমন উক্ত হত্যার পরিকল্পনা করে এবং অন্যান্য সহযোগিদের সহায়তায় তা বাস্তবায়ন করে।

গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এর আগে, গত ২ অক্টোবর এই হত্যাকান্ডের সাথে জরিত আরও ৩জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- কাউসার (২০), কামরুজ্জামান শিমুল ওরফে শ্যামল (২৫), ফাহিম ওরফে জিকো (২০)।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD