শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার পিলকুনী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(৪ নভেম্বর) শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পিলকুনী এলাকার মোল্লাবাড়ী মসজিদের সামনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার দিনগত রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। তার পরনে জিন্স প্যান্ট ও শরীরে নীল রংয়ের ফতুয়া আছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন ্ জানান, মরদেহের গলায় কালো দাগ আছে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।