মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
সবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত ৩৫ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (২৭ সেপ্টম্বর) রোববার বিকেলে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবারগুলোর হাতে চেক তুলে দেন ডিসি জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ সদরের ইউএনও নাহিদা বারিক, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন প্রমুখ।
এমপি শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী মমতাময়ী। তিনি এতিমের কষ্ট সবসময় বোঝেন। আপনারা তার জন্য দোয়া করবেন। যারা নিহত হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। এছাড়া যারা চিকিৎসাধীন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেজন্য দোয়া করবেন।
পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।