শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের পৃথক তিনটি স্থানে বিএনপির নেতা কর্মীদের ককটেল বিস্ফোরণ

সংবাদ নারায়ণগঞ্জ:-  নারায়ণগঞ্জ জেলার পৃথক তিনটি স্থানে বিএনপি’র চেয়ারপারর্সন খালেদা জিয়া এবং তারেক রহমানের মুক্তির দাবিতে মশাল মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি নেতা কর্মীরা।

(৩০ ডিসেম্বর) বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক, শহরের হক প্লাজা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার কমরালি উচ্চ বিদ্যালয়ের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই  সময়  রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে বিএনপি নেতা কর্মীরা।

এ ঘটনায় আশেপাশের লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী প্রবেশপথের যান চলাচল কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে যায়।  খবর পেয়ে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে অগ্নি সংযোগকৃত  টায়ার সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন  ও ছাত্রদলের নেতাকর্মীরা এ মশাল মিছিল বের করে। ওই সময় মিছিলকারীরা স্লোগান দেয় গিয়াস ভাইয়ের নেতৃত্বে আমরা আছি একসাথে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার জানান, সন্ধ্যা ছয়টার পর ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায়।

এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বিপুল সংখ্যক টায়ারে অগ্নিসংযোগ করে।

অপরদিকে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু জানান,  কমর আলী স্কুলের সামনে বিএনপি নেতা কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

এ বিষয়ে  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, তিনটি স্পটে ককটেল বিস্ফোরণ বিএনপি নেতা কর্মীরা ঘটিয়েছে বলে জানতে পেরেছি।  ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD