শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

বিএনপি কোনভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে পারবেনা, ডিএমপি কমিশনার

সংবাদ নারায়ণগঞ্জ:- বিএনপি কোনোভাবেই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

(৭ ডিসেম্বর) বুধবার বিকেলে এ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করেেই রাস্তার ওপর জনসভার অনুমতি দেওয়া হবে না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিএনপি চাইলে সোহরাওয়ার্দী উদ্যান বা বড় কোনো মাঠে সমাবেশ করতে পারে।

তিনি বলেন, পল্টনের সামনে ১০ লাখ লোকের জায়গা হবে না। রাস্তায় লোক ছড়িয়ে পড়লে বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এতে করে জনদুর্ভোগ ও জননিরাপত্তা বিবেচনায় পল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, আজকে কোনো সমাবেশ নাই, তবুও আজ উনারা (বিএনপি) জমায়েত হয়েছেন। তারা চাল, ডাল নিয়ে এখানে এসেছে। অফিসিয়াল একটি দিনে তারা রাস্তা বন্ধ করতে পারে না।

এর আগে, এদিন দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি যে ঘোষণা দিচ্ছে পল্টনে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি কিছু হয়ে থাকে, তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ২০ থেকে ২৫ লাখ মানুষের সমাগম ঢাকায় সম্ভব না। বড় সমাবেশ হলে সোহরাওয়ার্দীতে হয়। কিন্তু বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায়, সেটিও খতিয়ে দেখতে হবে।

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলেও জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD