সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের দ্বারপ্রান্তে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত বিভিন্ন ষড়যন্ত্র করে চলছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপি জামাতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে এই দেশে ঠাই দেওয়া হবে না।
(২৫ ডিসেম্বর) রবিবার বিকাল বিজয় দিবস উপলক্ষে পাগলায় ফতুল্লা থানা শ্রমিক লীগের আয়োজনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এই বিজয়ের মাসে আমি স্মরণ করছি জাতীয় চার নেতাকে। যারা জাতির পিতার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনের প্রতি। সালাম জানাই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধ করেছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে যেভাবে বিগত দিনে উন্নয়ন হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।
ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন বৃহত্তর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাহাত, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু,জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ জামাল আহম্মেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক লিটন শিকদার, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ারুল কবির, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রিপন আকন, আইন বিষয়ক সম্পাদক মোঃ হানজালা,সদস্য মোঃ আব্দুল মান্নান, কামাল উদ্দিন দুলু, শিশির, রুবেল, ফতুল্লা থানা মজদুর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি কাজী সালাউদ্দিন, বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, দাপা ট্রাকচালক ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক টিক্কা, সাধারণ সম্পাদক জাকির প্রধান ও টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার সহ সকল নেতৃবৃন্দ।