বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

মেট্রোরেলে প্রথমদিনে আয় ২ লাখ ৭৫ হাজার টাকা

সংবাদ নারায়ণগঞ্জঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মেট্রোরেল উদ্বোধন করলেও সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয়।

(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার যাত্রা শুরুর প্রথম দিন অনেকে মেট্রোরেলে উঠতে লাইনে থাকলেও সুযোগ হয় ৩ হাজার ৮৫৭ জনের। এদের থেকে প্রথম দিন মেট্রোরেলে আদায় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ি-আগারগাঁও রুটে ১০টি ট্রেনে এই টাকা আয় হয়।

দিয়াবাড়ি থেকে সকাল ৮টায় যাত্রী নিয়ে প্রথম ট্রেন আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে আসে। আর আগারগাঁও থেকে দিয়াবাড়ির উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডেপুটি সেক্রেটারি (জনসংযোগ) নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, যাত্রী নিয়ে চলাচল করার প্রথম দিনে মেট্রোরেলে সিঙ্গেল জার্নি ও এমআরটি পাস নিয়ে ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৫ জন। এর মধ্যে ৩ হাজার ৭৫৬ জন সিঙ্গেল জার্নির টিকিট কিনেছেন। এ থেকে আয় হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা। আর এমআরটি পাস কেনেন ৯৯ জন, যেখান থেকে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে মেট্রো কর্তৃপক্ষের আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD