মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

কুতুবপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরুর বাড়িতে তালা মেরে ককটেল হামলা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরুর বাড়ির গেইটে রাতের অন্ধকারে তালা মেরে হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা।

(১৪ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাতে দুইটার দিকে পাগলা ইসলামিয়া বউবাজার সংলগ্ন মীর হোসেন মিরুর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মীর হোসেন মিরু বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একই এলাকার কথিত ছাত্রলীগ নেতার পরিচয় দানকারী ইমরান হোসেন ইদরান, চাঁদ সিকদার সেলিম ও লিমনসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরেই ইমরান, চাঁদ সিকদার সেলিম ও লিমনের সাথে বিরত চলে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ২ টার সময় আমার স্ত্রী রুবিনা আক্তর টয়লেটে যাওয়ার সময় জানালার ফাঁক দিয়ে বৈদ্যুতিক আলো দেখতে পায়। এ সময় আমার বাড়ির গেটের সামনে অজ্ঞাতনামা ৪-৫ জন লোক গড়াগড়ি করতে দেখতে পায়। এ সময় আমার স্ত্রী আমাকে ডাক দিলে আমি ওটার সাথে সাথে আমার বাড়ির গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।

আমার স্ত্রী রুবিনা আক্তার চিৎকার দিলে মেনগেটে তালা লাগিয়ে এবং আগুন ধরাইয়া ধরিয়ে দেয়। ককটেল বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে খাবো পেয়ে হোটেলে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের ডিব্বা উদ্ধার সহ আমার গেটের তালা ভেঙে আমাকে উদ্ধার করে। মিরু অভিযোগে আরো উল্লেখ করেন,

কতিপয় সন্ত্রাসীরা ২০০৯ সালে পাগলা বৌবাজার এখন পট্টি এলাকায় আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গেলেও পঙ্গুত্ব বরণ করি। বর্তমানে আমি উল্লিখিত সন্ত্রাসীদের এমন কর্মকান্ডে জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মির হোসেন মিরু জানায়, স্থানীয় সন্ত্রাসী লিমন, ইমরান ও চাঁদ সেলিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। রাতের অন্ধকারে তারা সদল বলে তার বাড়ীর গেইটে তালা মেরে হাত বোমার বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে।পরে সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত হাত বোমার আলামত উদ্ধার সহ এলাকাবাসীর সহায়তায় গেইটের তালা ভেঙ্গে আমাদেরকে উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামাত সংগ্রন করেন। এবং স্থানীয়বাসীর সহায়তায় মিরুর বাড়ীর গেইটের তালা ভাঙ্গেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত জানান, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরুর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD