শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে আনা হয়নি জাকির খানকে, আদালতের বাহিরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পিকনিকে ট্রলারে সন্ত্রাসী হামলা:দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধ সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড সাদিক অ্যাগ্রোর মালিকসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা একই রশিতে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ছাগলকাণ্ডে মতিউর রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবলীগ নেতা আহত ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আরো ৯ জন গ্রেপ্তার

ডিসির চাইতে মেসি হওয়া অনেক দামী, ডিসি হাফিজ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলা প্রশাসন (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেছেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষনা দিয়েছেন। পদ্মা ব্রিজ হয়ে গেছে। এদিক দিয়ে পদ্মা ব্রিজে যাওয়া রেলপথ তৈরি হচ্ছে। মেট্রোরেল তৈরি হচ্ছে। সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত বিশাল রাস্তা তৈরি হচ্ছে। নাসিম ওসমান সেতু হয়েছে। আরও বেশকিছু প্রজেক্ট এ নারায়ণগঞ্জে চলছে।

(২২ জানুয়ারি) রোববার বিকালে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, নারায়ণগঞ্জ জেলার ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকেই চিনবে না। তাই না? যদি বলি, মেসি কে? তাহলে সবাই চিনবে। তার মানে কি? একজন ডিসির চাইতে মেসি হওয়া অনেক দামী।

এখানে মেসির অনেক ভক্তরা ড্রেস পড়া। তার মানে খেলাধুলা করেও দুনিয়া জয় করা যায়। এ জিনিসটা বুঝতে হবে। তাহলেই আমাদের দেশটা সুন্দর একটা দেশ হবে।

স্মার্ট বাংলাদেশ মানেই স্মার্ট মোবাইল ফোন না। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট মানুষ। আমার কাছে স্মার্ট মোবাইল ফোন আছে। মোবাইলকে যা বলবো তাই হবে। যদি বলি শ্রীদেবীর নাচ দেখবো, শুরু হয়ে যাবে। যদি বলি পবিত্র কোরআন শরীফ ইংরেজিতে অনুবাদ চাই, তাও আসবে। তাহলে স্কুল কি দরকার? কারণ মোবাইল ফোনে সব থাকলে হয় না।

এ জন্য বলে, ‘গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।’ মানে বইতে থাকলে হবেনা, এগুলো প্র্যাকটিক্যাল থাকতে হবে, মানুষের ভিতরে থাকতে হবে, মেধায় থাকতে হবে, চেতনায় থাকতে হবে। এগুলো থাকলে প্রকৃত মানুষ হয়।

ডিসি মঞ্জুরুল হাফিজ আরও বলেন, বাচ্চাদের পেলে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে। কারণ আমি যখন ওদের মত ছিলাম, তখন আমার অনেক স্বপ্ন ছিলো। এখন আমার স্বপ্ন শেষ।

এখন আমার ডাউনওয়ার্ডস (নিচের দিকে) আর ওরা আপওয়ার্ডস (উপরের দিকে)। ওদের কারো রোগ নাই, ব্যাধি নাই, চিন্তা নাই। সবচাইতে সুন্দরতম সময় কাটাচ্ছে ওরা। ওদের জীবন সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমরা সেজন্য পরিশ্রম করে যাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো: আক্তারুজ্জামান ভূইয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার উপপরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) সেলিনা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হক খাঁন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) তামান্না মুস্তারী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD