শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অভিযোগে তিন মাদরাসাছাত্রকে মারধর এবং মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।
(৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে নির্যাতনের শিকার এক শিশুর বাবা রমজান বাদী হয়ে গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম শিকদারসহ চারজনের নাম উল্লেখ করে এ মামলা করেন।
মামলার পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, নরসুন্দর উৎপল শীল ও দ্বীপক শীল। তাদের বাড়ি আড়াইহাজারের রামচন্দ্রদী এলাকায়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি আড়াইহাজারে সাইজিং মিলের মেশিনের নাট-বল্টু চুরির অভিযোগে তিন মাদরাসা শিক্ষার্থীকে হাত বেঁধে পিটিয়ে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছিল গোপালদী পৌরসভা মেয়র হালিম শিকদারের বিরুদ্ধে।
এদিকে, মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশে স্থানীয় সরকার শাখার উপ-সচিব আনোয়ার হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনি ঘটনার জন্য অভিযুক্ত মেয়র, ঘটনার শিকার শিশুদের পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।
এই ঘটনায় মেয়র হালিম সিকদার বলেন, ঘটনাটি নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা রয়েছে।