শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

ফতুল্লায় পুত্রবধূর মামলায় শশুর গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের ফতুল্লায় পুত্রবধুর দায়ের করা যৌতুক মামলায় শ্বশুড় ইস্রাফিল খানকে গ্রেফতার করেছে পুলিশ।

(৮ ফেব্রুয়ারি) বুধবার রাতে তাকে ফতুল্লা মডেল থানা সীমান্তের ভুইগড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সাইননোর্ড সানারপাড় এলাকার মৃত ফজলুল হকের মেয়ে ফরিদা ইয়াসমীন বাদী হয়ে স্বামী ইয়াসিন (২৯), ইসমাইল (২৫),ইয়াসমিন (৩২), শ্বাশুড়ি সেলিনা বেগম (৫০)  ও শ্বশুড় ইস্রাফিল খান (৫৩)কে আসামী করে নারী নির্যাতন ও যৌতুক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয়, পাঁচ বছর পূর্বে ইয়াসিনের সাথে ফরিদা ইয়াসমীনের বিয়ে হয়। তাদের সংসার জীবনে শাফি খান নামক চার মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবীতে ফরিদা ইয়াসমীনের ওপর নির্যাতন করে আসছিলো অভিযুক্তরা ।

প্রতিনিয়ত তাকে শারিরীক ও মানসীক নির্যাতন করতো। দুই বৎসর পূর্বে যৌতুকের দাবীতে তাকে হত্যার চেস্টা করা হয়। এর পরিপ্রেক্ষিতে সে আদালতে দুটি মামলা দায়ের করেন। পরবর্তীতে জামিন নিয়ে অভিযুক্তরা মামলা তুলে নিতে তাকে চাপ প্রয়োগ সহ হুমকি দিয়ে আসছিলো।

৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদা ইয়াসমীনের পুত্র সন্তানকে নিয়ে মাতুয়াইল হাসপাতাল থেকে আসার পথে ভুইগড় বাসস্ট্যান্ড পৌছা মাত্র অভিযুক্তরা তার উপর হামলা চালায়। তাকে মারধর করে রক্তাক্ত জখমসহ পরিধেয় জামা-কাপড় ছিড়ে ফেলে শ্লীতাহানী করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পুলিশ  জানায়, পুত্রবধূর দায়ের করা মামলায় শ্বশুড় কে বুধবার রাত ১১ টার দিকে ভুইগড় থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD