শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

নারীরা এখন সমাজের সকল উন্নয়ন কাজে অংশগ্রহণ করছে-জসিম উদ্দিন

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, নারী দিবসে আমাদের এবারে প্রতিপাদ্য ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নারায়ণগঞ্জেও বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন দিবসটি পালন করবে।

(৩০ সেপ্টেম্বর) বুধবার  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে নারী দিবস পালন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন,  এখন নারীরা পিছিয়ে নেই। নারীরা এখন সমাজের সকল উন্নয়ন কাজে অংশগ্রহণ করে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের কন্যা শিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামিজা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য এড. নুরজাহান, রহিমা আক্তার লিজা, সাবিরা সুলতানা, সাবিকুন নাহার, জাহানারা বেগম, জাকিয়া সুলতানা, আরিফ মিহির, আলেয়া বেগম, শফুরা বেগম প্রমুখ।

উল্লেখ্য, কানাডা প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের প্রস্তাব দেয়। পরে ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ছিলো ‘বাল্য বিবাহ বন্ধ করা।’

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD