শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ২০ ফেব্রুয়ারি ইন্টারনেট সংযোগ মেরামত করতে যান রাকিব। এ সময় কয়েকজন যুবক রাকিবের মই কেড়ে নেয়ার জন্য জোর করলে অপর সঙ্গীয় কর্মচারীরা বাধা দেয়। একপর্যায়ে মারধর করে রাকিবকে রক্তাক্ত জখম করেন তারা। এদিকে রাকিবের এমন অবস্থা দেখে বাঁচাতে যান তার বড় ভাই আকিব।
একপর্যায়ে আকিবকে মারধর করে একটি ঘরে নিয়ে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ওই বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে ৫ লাখ টাকা চাঁদার দাবি করেন। চাঁদার টাকা না দিলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন।
ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর টঙ্গীতে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে স্থানীয় ডিশ ব্যবসায়ী আজিজুল হাকিম ওরফে বাবু বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় সাতজনের নামে একটি মামলা করেন।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার মিরপুর-১১ পল্লবী শরিফুল ইসলামের ছেলে মো. নাঈম, ভোলা জেলার দৌলতখান থানার চরখলিফা গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে হাসনাইন, ময়মনসিংহ জেলার ভালুকা থানার ধালিকুড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে রাকিব, একই জেলার ধোবাউড়া থানা পুড়াকান্দুলিয়া ইউনিয়নের ঘুনগিয়াজুড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে তাহের এবং কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানার তাহেরপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাগর। তারা টঙ্গী বাজার এলাকায় বিভিন্ন বাসায় ভাড়া থাকেন। তবে ঘটনার মূলহোতা রুহুল আমিন মনি সরকারের ছেলে শামী সরকার পলাতক রয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাফিজুর রহমান জানান, টঙ্গী বাজার এলাকায় ইন্টারনেট ব্যবসা নিয়ে স্থানীয় আজিজুল হাকিমের সঙ্গে শামীর বিরোধ চলছিল। গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় মিতালী পাম্পের বাম পাশে ইন্টারনেট ব্যবসায়ী আজিজের কর্মচারীরা বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ মেরামত করতে যান। এ সময় গ্রেফতারকৃত ৫ জনসহ আরো অজ্ঞাত ৪-৫ জন মিলে কর্মচারী রাকিবের মই কেড়ে নেয়ার জন্য জোর করলে অপর সঙ্গীয় কর্মচারীরা বাধা দেন।
একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে কর্মচারী রাকিবকে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলে সঙ্গী অপর কর্মচারী আকিব তার আপন ছোট ভাই রাকিবের এমন অবস্থা দেখে হামলাকারীদের ফেরাতে যান। এ কারণে আকিবকে মারধর করে অভিযুক্ত শামী সরকারের টঙ্গী বাজার এলাকার ইন্টারনেট ব্যবসায়িক অফিস কক্ষে নিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত আটকে রেখে বিবস্ত্র করে বিভিন্ন কায়দায় নির্যাতন করেন। ওই বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে ৫ লাখ টাকা চাঁদার দাবি করেন। চাঁদার টাকা না দিলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন।
পদিন এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ইন্টারনেট ব্যবসায়ী আজিজুল হাকিম। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেফতার করে এবং ধারণকৃত অশ্লীল ভিডিও করা মোবাইলটি উদ্ধার করে।