রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
নিহতরা হলেন- ওই এলাকার এনামুল হকের দুই বছর বয়সী শিশু রুবাইয়া তাসনিম, অটোচালক শরিফুল ইসলাম এবং জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী। নিহত শরিফুল উপজেলার চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, সকালে উপজেলার মাদানি সিএনজি পাম্প সংলগ্ন উজানপাড়ায় শেরপুরগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবাইয়া তাসনিম ঘটনাস্থলেই নিহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোচালক শরিফুল ইসলাম ও শিক্ষার্থী সালমান আজাদী মারা যান। এ ঘটনায় আহত চারজন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিও জব্দ করেছে পুলিশ।