শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

মোবাইল চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- বগুড়ায় মোবাইল চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে সোহান শেখ ওরফে সোয়াদ (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সোয়াদ বগুড়া শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে মারধরের পর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোয়াদ মারা যান।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, একই এলাকার রেজাউল নামে এক ব্যক্তির বাসা থেকে একটি মোবাইল চুরি হয়। এর অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সোয়াদকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন রেজাউল। এরপর রেজাউলের স্ত্রী ও মেয়ে মিলে সোয়াদকে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সোয়াদ মারা যান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, সোয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় রাতেই রেজাউল, তার স্ত্রী সানু ও মেয়ে আশাকে গ্রেফতার করা হয়েছে। নিহত সোহান শেখ ওরফে সোয়াদের বাবা আজিজুল হক আটক তিনজনসহ পাঁচজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। এটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD