বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর নারীর হামলা

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যান চলাচলে বাধা দেওয়ার সময় হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. সুলতান আহমেদ।

এ ঘটনায় মোছা. নিলুফা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ পুলিশ।

সোমবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

রোববার (৫ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় উল্টো পথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এ সময় উল্টো পথে সাইনবোর্ড থেকে চট্টগ্রামগামী একটি অটোরিকশা আসতে দেখে থামার সংকেত দেন। তবে অটোচালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে নারী যাত্রী নিলুফাসহ রিকশাটি উল্টে গিয়ে তার মোবাইল ভেঙে যায়।

পরে ওই নারী তার মোবাইলের জরিমানা নিতে কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করেন এবং তার কলার ধরে টানাটানি করেন। এ অবস্থা দেখে আশেপাশের লোকজন ওই নারীসহ পুলিশ কনস্টেবল সুলতান আহমেদকে মারধর করেন এবং কনস্টেবলের মোবাইল ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পরিহিত পোশাক ছিঁড়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে কনস্টেবলকে উদ্ধার করেন এবং ওই নারীকে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে ওই নারীকে গ্রেফতার করেন।

এদিকে আহত কনস্টেবল মো. সুলতান আহমেদ নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই দ্বীলিপ কুমার বাদী হয়ে ওই নারীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তাফা জানান, এ ঘটনায় মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। গ্রেফতারকৃত নিলুফাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD