শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

১০ দফাসহ নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

সংবাদ নারায়ণগঞ্জ:- সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি-নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৮ মার্চ সারাদেশে সব মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

(১১ মার্চ) শনিবার নয়া পল্টনে মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক ঘণ্টার মানবন্ধন কর্মসূচি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য ও পেশাজীবী গণতান্ত্রিক জোট রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত মানবন্ধন কর্মসূচি থেকে এই অভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

উল্লেখ্য, সরকার পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হয় গত ২৩ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে তারা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ করেছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায় পদযাত্রার কর্মসূচি করে। এরপর থানা, জেলা ও মহানগরে পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি শেষ করেছে ৪ মার্চ।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD