শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:১২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:-আলীগঞ্জে হাত বাড়ালেই মিলে যায় মাদক। ইয়াবা, হেরোইন সেবন ও বিক্রি হয় প্রকাশ্যে। এযেনো মাদকের হাট। দেদারসে চলছে বেচা-কেনা। সব মিলিয়ে ব্যবসা জমজমাট।
সরেজমিন ও নির্ভরযোগ্য সূত্র সংবাদ নারায়ণগঞ্জকে জানায়, ফতুল্লা থানা এলাকার আলীগঞ্জের কয়েকটি পয়েন্টে প্রকাশ্যে চলে মাদক বিক্রি। এরমধ্যে অন্যতম আলীগঞ্জ এলপিজি পাম্পের পেছনে পিতা পুত্রের হিরোইনের ব্যবসা। দীর্ঘদিন ধরে এই হেরোইনের স্পট পরিচালনা করছে ডাকাত রহিম ও তার ছেলে রবিন।
একাধিক সূত্রের দেওয়া তথ্য মতে, ফতুল্লার আলীগঞ্জ কাজী পাড়া এলাকার ঠাসা রহিম@ ডাকাত রহিমের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা থাকলেও পিতা ও পুত্র রবিন প্রকাশ্যে হেরোইন ও ইয়াবা বিক্রি করছে। এ যেন দেখেও দেখার কেউ নেই। ফতুল্লা মডেল থানার এত কাছাকাছি আলীগঞ্জ এলাকা পুলিশের তেমন কোন ভূমিকা না থাকায় বীর দাপটে চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাদক সেবী জানায়, প্রতি পিস ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় ২শ থেকে আড়াইশ টাকা এবং প্রতি পিস হেরোইন পড়িয়া ৩০০ থেকে ৩৫০ বিক্রি করছে। চাহিদা বেশি উঠতি বয়ীসি তরুণ ও যুবকদের।
এদিকে পুলিশ নামে মাত্র মাদক বিরোধী অভিযান পরিচালনা করলেও রাঘববোয়ালেরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে। সচেতন নাগরিকেরা বলেছেন,‘ মাদক মুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এগিয়ে আসতে হবে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন,‘ পুলিশ সুপার মহোদয়ের নিদেশে নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান আরও জোরদার করা হবে। অতিসত্বর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশাল পরিসরে অভিযান পরিচালনা করব।