মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- কুতুবপুর ইউনিয়ন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার অনামিকা হকের ভাই মাদক সম্রাট অনিক ও তার দুই সহযোগীকে ৫০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ।
(২১ মে) রবিবার রাতে ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময়ে একজন দৌড়ে পালিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত হলো শাহী মহল্লা আমতলা এলাকার নুরুল হকের ছেলে মাদক সম্রাট অনিক, মৃত, দুলু মিয়ার ছেলে আল-আমিন, মৃত, শাজাহান মৃদার মোঃ সাদ্দাম হোসেন। পলাতক রিফাত আহমেদ হৃদয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, পাগলা শাহীবাজার এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়। এ সময় রিফাত আহমেদ হৃদয় দৌড়িয়ে পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।