মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সেই সরকারের প্রধান হবে। এর কোনো ব্যতয় ঘটবে না।
(৮ জুন) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এক সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। যারা সংলাপ প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন এসব তাদের ব্যাক্তিগত মত, আওয়ামী লীগের নয়।
তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের কথা বলছে। নিরপেক্ষ সরকারের ব্যাখ্যা দিক তারা।
দেশের চলমান লোডশেডিং নিয়ে হাছান মাহমুদ বলেন, বিশ্বমন্দা ও যুদ্ধের কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। চলমান বিদ্যুৎ সমস্যার জন্য আমরা দুঃখিত। লোডশেডিং সাময়িক অসুবিধা। আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
বিএনপির আমলের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ঐ সময় ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। মাত্র ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছিল। তারা বিদ্যুৎ দেওয়ার কথা বলে খাম্বা লাগিয়েছে। অপরদিকে আওয়ামী লীগের আমলে শতভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছে।