সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- দারিদ্র্যতার মধ্যেই জন্ম হয় দুই মেয়ে শিশুর। সন্তানকে খাবার খাওয়াতে পারবেন না মা। তাই অভাবে শিশু সন্তানকে হাতছাড়া করতে হয়েছিল। কিন্তু সেই সন্তানের জন্য মায়ের মন উতলা হয়ে উঠে। তাই ৯৯৯-এ কল করে শিশুকে ফিরে পেলেন মা।
শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর থানার কম্পাউন্ডে পারভিন বেগম ও তার স্বামী মো. শামীম শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। এর আগে বন্দরের কামতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুর মা হালিমা বেগম জানান, তার স্বামীর নাম অলি উদ্দিন। তিনি একাধিক বিয়ে করেছেন। তাকে বিয়ে করার পর দুই মেয়ে সন্তানের জন্ম হয়। কিন্তু সন্তানদের ভরণপোষণ দিতে নারাজ তার স্বামী। জন্মের পর খাবার জোগাড় করতে না পেরে শিশুটিকে কামতাল এলাকার পারভিন বেগমের কাছে ২৫ দিন আগে দত্তক দিয়ে দেন তিনি। কিন্তু সন্তানের কথা ভুলতে পারেননি মা হালিমা। তিনি শিশুটিকে ফিরে পেতে ৯৯৯ এ কল দেন।
বন্দর থানার এসআই সালেকুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে ৯৯৯ থেকে কল পাই। সেই কলে অভিযোগ শুনে পেয়ে দত্তক দেয়া দেড় মাসের শিশুকে উদ্ধার করি। শুক্রবার দুপুরে শিশুটিকে তার মা হালিমা বেগমের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।