সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ধর্ষণ, শিশু নির্যাতন বন্ধসহ দোষীদের শাস্তির ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী ছাত্র ঐক্য।
(৯অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষাড়া বিজয়স্তম্ভ থেকে এ মশাল মিছিলটি বের হয়। পরে ২নং রেলগেইট পৌর পাঠাগার ঘুরে পুনরায় বিজয়স্তম্ভে এসে শেষ হয়।
মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুলতানা আক্তার, সাধারণ সম্পাদক শুভ বণিক, শাহরিয়ার শুভ ও ইবনে সানি।
বক্তারা বলেন, আইনের ফাঁকফোকর বলে এসব অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। নতুন করে আবার অপরাধে জড়িয়ে পড়ছে। সংবিধান পরিবর্তন করে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সংসদে আইন পাশ করার দাবি জানান তারা।
সভায় বক্তারা বলেন, সারা দেশে সরকারি দলের ছত্রছায়ায় থেকে অপরাধীরা একের পর এক নারী নির্যাতন ধর্ষণ করে আসছে। এসব সন্ত্রাসীদের হাত থেকে শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পর্যন্ত রেহাই পাচ্ছে না। ছাত্রলীগ যুবলীগ একের পর এক অপরাধ সংঘটিত করে আসলো সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। উল্টো প্রশাসনের লোকজন তাদের সহযোগিতা করছে।