শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

বি আই ডব্লিউটি এ ট্রাকচালক ও মালিকদের নিয়ে যে খেলা খেলছে তার ফল শুভ হবেনা-শ্রমিক নেতা পলাশ

সংবাদ নারায়ণগঞ্জঃ- বি আই ডব্লিউ টি এ”র অভিযানে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ, সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমুহ সংশোধন সহ ৯ দফা দাবীতে আগামী ১২-১৩ অক্টোবর  বাংলাদেশ  ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টা ধর্মঘট সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত  হয়।

শনিবার ১০ অক্টোবর সকালে পাগলা বাজার ওয়ালটন প্লাজার সামনে বাংলাদেশ আন্তঃ  জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার  সভাপতি ও কেন্দ্রীয়  শ্রমিকলীগের প্রভাবশালী  নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত  হয়।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতির বক্তব্যে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেন, ট্রাক চালকরা ঘাতক নয়, তারা সেবক। জীবনের ঝুকি নিয়ে তারা দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য সামগ্রী পৌছে দিতে কাজ করে। তারা ইচ্ছে করে কখনোই কারো ক্ষতিসাধন করেনা।তারপরেও ট্রাকচালক শ্রমিকরা  মিথ্যে মামলা ও নানাবিধ  হয়রানীর শিকার হয়।
বি আই ডব্লিউ টি এ” ট্রাকচালক ও মালিকদের নিয়ে যে ভানুমতীর খেলা খেলছে তার ফল শুভ হবেনা। একসাগর রক্তের বিনিময়ে ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। সিডর, টর্নেডো প্রলয়ঙ্করী ঝরও এ সংগঠনকে টলাতে পারবেনা। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই ট্রাক চালক শ্রমিক ও মালিকদের  ৯ দফা দাবী বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ।
বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মো: ঊবাইদুর রহমান ওবাইদের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কার্য়করী সভাপতি মো: বাবুল আহম্মেদ, সহসভাপতি মো: আব্দুল করিম তাপু, সাধারণ সম্পাদক  মো: জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: বশির মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD