মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:-দুবাইতে বসে থেকে আমিরের সন্ত্রাসী আরিফ বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, লুটপাট চালিয়েও ক্ষান্ত হয়নি অভিযোগ তুলে নিতে দিচ্ছে হত্যার হুমকি।
বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিনের বাড়িতে হামলার ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। প্রতিনিয়ত পাচ্ছে হুমকি ধামকি, এতে আতঙ্কিত হয়ে পড়েছে মুক্তিযোদ্ধার পরিবারটি।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থলে আসলে সেখানে সন্ত্রাসী আরিফ বাহিনী এসে উপস্থিত হয়ে পুলিশের উপস্থিতিতে অভিযোগকারীকে হুমকি প্রদান করেন।
এদিকে মুক্তিযোদ্ধার পরিবারের উপর দিন দুপুরে হোন্ডা বহর নিয়ে সন্ত্রাসী আরিফ প্রদানের হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা জানান, কাজী আমিরের পালিত সন্ত্রাসী আরিফ বাহিনীরা তার আশ্রয় প্রশ্রয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। কারণ তাদের উপর রয়েছে প্রভাবশালীদের হাত।
এর জন্যই যখন খুশি তখন যে কোন অপরাধ করলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে এইসব সন্ত্রাসীরা। এরই জ্বলন্ত প্রমাণ হিসেবে মুক্তিযোদ্ধার বাড়িতে হোন্ডা বহর নিয়ে,দিন দুপুরে হামলা। তাই অতিসত্বর এসব নামধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে ঘটতে পারে হত্যাকাণ্ডের মতো ভয়ানক ঘটনা।
এ ঘটনায় বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য গত (১৭ জুলাই) বিকেলে সন্ত্রাসী আরিফ বাহিনী দিন-দুপুরে হন্ডা বহর নিয়ে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিনের বাড়িতে হামলা ও লুটপাট চালায়।
এ ঘটনায় ঐদিন রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুস ছামাদ মেম্বারের ছেলে আরিফ প্রধান, মৃত আক্কাস আলীর ছেলে মোঃ বাবলু, মৃত মোতালেবের ছেলে সেলিম মিয়া, মোঃ রাব্বি, মোঃ সুমন সহ অজ্ঞাত ৬/৭০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন।