মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়া যাত্রীবাহী বাসের ভেতর থেকে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
(২২ জুলাই) শনিবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।
এর আগে, সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল বাসটি। পথে ওই এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই একটি ইজিবাইকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা করে উদ্ধারের চেষ্টা চালায়।
এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে ১৫ জনের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।
পরে জেলা পুলিশের উদ্ধারযন্ত্র ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে। ওই সময় বাসের ভেতর থেকে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মোট নিহত হন ১৭ জন। আহত ২৩ জনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন সদর হাসপাতালের চিকিৎসক ডা. বৈশাখী বড়াল।
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। আহত আরো ২৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জেলা পুলিশের উদ্ধারযন্ত্রের সাহায্যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহযোগিতায় বাসটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।