রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ব্ল্যাকমেইল চক্রের দুই নারীসহ ৯ সদস্যকে তিন থানা এলাকায় অভিযান পরিচালানা করে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট।
জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, মোজ্জাম্মেল হক কবীর নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের হয়।
সে মামলার সূত্র ধরে জেলা পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ মিজমিজি, শিবু মার্কেট ও নিতাইগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।