রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান  কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বারের যোগদান কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভা কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভায় মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বার যোগদান আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার বোরকা পড়ে পালিয়েছে শামীম ওসমান, গিয়াস উদ্দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য ফতুল্লার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে মনিরুল ইসলাম হত্যা মামলায় ভাই-বোন আসামী

ব্ল্যাকমেইল চক্রের দুই নারীসহ ৯ জন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ব্ল্যাকমেইল চক্রের দুই নারীসহ ৯ সদস্যকে তিন থানা এলাকায় অভিযান পরিচালানা করে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট।

(২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি, শিবু মার্কেট ও শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সোহাগ (৩১), মো. নাদিম (৩০), মো. রফিকুল ইসলাম শিপলু (৩০), মো. জুয়েল রানা ওরফে জুয়েল (৩০), মো. নাজমুল হোসেন (৩৬), কামরুন নাহার সুমা (৩৪), মাকসুদা আক্তার মুক্তা (৩৫) মো. পাপ্পু (২৭) ও মোহাসীন (৩১)।
এ সময় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। পরে মুক্তিপণ নেয়া নগদ ৮৪ হাজার টাকা ও অপহরণ কাজে ব্যবহৃত ১০টি মোবাইল জব্দ করা হয়।

জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, মোজ্জাম্মেল হক কবীর নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

সে মামলার সূত্র ধরে জেলা পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ মিজমিজি, শিবু মার্কেট ও নিতাইগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD