মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপি কোনো গণতান্ত্রিক দল নয়। প্রধান বিচারপতির বাসায় হামলা হওয়া রাষ্ট্রের ওপর হামলা হওয়া। তারা পুলিশকে কুপিয়ে মেরেছে। ওরা কিছুই বাদ রাখেনি।
(৩০ অক্টোবর) সোমবার সন্ধ্যায় শহরের উত্তর চাষাঢ়া এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, গাদা পানি ঘোলা করে খায়, তেমনি বিএনপি নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে। তারা ২০১৪-২০১৫ সালে যা করেছে সেটি আবারও করার চেষ্টা করছে। একটা ধাক্কা লেগে গেছে। ওরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না।
শামী ওসমান আরো বলেন, আমাদের প্রতিহত করার নির্দেশনা নেই। যদি প্রতিহত করার নির্দেশনা থাকতো তাহলে অবরোধ তো দূরের কথা ওরা নিজেরাই ঘরে অবরুদ্ধ থাকতেন। কিন্তু দল এরকম কোনো নির্দেশনা দেয়নি। আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে তাদের যা করণীয় সেটি ঠিক করবে।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।