রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান  কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বারের যোগদান কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভা কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভায় মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বার যোগদান আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার বোরকা পড়ে পালিয়েছে শামীম ওসমান, গিয়াস উদ্দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য ফতুল্লার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে মনিরুল ইসলাম হত্যা মামলায় ভাই-বোন আসামী

ফতুল্লা ইউপি নির্বাচনে কে পাবেন শামীম ওসমানের সমর্থন

সংবাদ নারায়ণগঞ্জ:- আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে কে প্রার্থী হবেন সেটা নিয়ে ইউনিয়নবাসীর মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। ফতুল্লা থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতাও মনোনয়ন যুদ্ধে মাঠে ইতিমধ্যে মাঠে নেমেছেন।

 

ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক ও ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ লিটন।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন থেকেই বিভিন্ন গ্রুপে বিভক্ত। শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান তিনজনের মধ্যে যার মাথায় হাত রাখবেন তিনি হবেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার জন্য সবাই কাজ করবেন বলেও জানান নেতাকর্মীরা।

 

এদিকে, মীর সোহেল আলী, আবু মোঃ শরিফুল হক ও ফরিদ আহমেদ লিটন তারা তিনজনই নারায়ণগঞ্জ৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত। কিন্তু আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে তিনজনেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে করে দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে দ্বিধা দ্বন্দ্ব। ফতুল্লা আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ঘটতে পারে নিজেদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

 

মীর সোহেল আলী, সাবেক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছেন বহু বছর যাবত। যুবলীগের কমিটি না হওয়ায় এখন পর্যন্ত তিনি যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তার প্রার্থিতা জানান দিচ্ছেন।

 

অপরদিকে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক তিনিও প্রায় ২০ বছর বছর ধরে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। ছাত্রলীগের বয়স না থাকলেও তিনি ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করছেন কমিটি না হওয়ার কারণে। তিনিও ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

অন্যদিকে আরেক প্রভাবশালী নেতা ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ফরিদ আহমেদ লিটন। ফতুল্লা ইউনিয়নে তার রয়েছে বিশাল পরিচিতি আসন্ন ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে কাছে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এমপি শামীম ওসমান যাকেই চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য দায়িত্ব দিবেন আমরা আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাকে জয়ী করার লক্ষ্যে কাজ করে যাব। আমরা একটি সুষ্ঠ নির্বাচন চাই কোন হানাহানি কাটাকাটি দেখতে চাই না।

 

উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়ে যায়। তিনি দীর্ঘ এক যুগ ধরে চেয়ারম্যানের দায়িত্ব পাল

ন করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD