শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(৯ ডিসেম্বর) শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ এলাকার সিএসআরএম ডেইলি ফার্মের সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা বস্তাবন্দি ছিল। মরদেহের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের একটি ফুলহাতা গেঞ্জি ছিল।
পুলিশ আরো জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।