রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সালাউদ্দিন খোকা মোল্লা, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী তিনি দীর্ঘদিন যাবত জাতীয় পার্টি (জাপা) রাজনীতির সাথে সম্পৃক্ত। জাতীয় পার্টি থেকে নারায়ণগঞ্জ ৪ আসনে বারবার মনোনয়ন পেয়েছেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন (ফতুল্লা-সিদ্দিকগঞ্জ) মনোনয়ন পান এই জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন খোকা মোল্লা।
এদিকে রাজনৈতিকভাবে উন্নয়ন না করতে পারলেও ব্যক্তিগতভাবে গরীব দুঃখী মানুষের পাশে সব সময় থাকেন তিনি। এলাকার মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে তার। ব্যক্তিগতভাবে স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন তিনি। তিনি যদি এমপি হতে পারেন গরিব-দুঃখীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এমনটাই বলছেন ফতুল্লার জনগণ।
এ ছাড়াও সালাউদ্দিন খোকা মোল্লা সভাপতি আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়, মোতওল্লী বাইতুল নূর জামে মসজিদ, সভাপতি হাজী আওলাদ হোসেন ফাউন্ডেশন, উপদেষ্ট া জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ, উপদেষ্টা পল্লী উন্নয়ন সংসদ নন্দলাপুর, উপদেষ্টা পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতি, পরিচালক লিটিল জিনিয়াস কিন্টার গার্ডেন দেলপাড়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাফ বাংলাদেশ, সহ-সভাপতি মফিজ উদ্দিন মাদ্রাসা নন্দলাপুর, প্রদান পৃষ্ঠপোষক মাদ্রাসাতুল কোরআন ওয়াজ সুন্নাহ উত্তর মাদারটেক ঢাকা, উপদেষ্টা ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার পশ্চিম নন্দলাপুর, সাবেক সহসভাপতি ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সাবেক যুগ্ম সম্পাদক ইস্কাটন ক্লাব। এছাড়াও হাসপাতালের জন্য ৪০ শতাংশ জমি প্রধান নন্দলাপুর নতুন জামে মসজিদের জন্য ৩৮ শতাংশ জমি প্রধান মসজিদ নির্মাণ হাজী মফিজ উদ্দিন মাদ্রাসা নির্মাণ সহ নিজস্ব ব্যায়ে পরিচালনা এবং ১৫ শতাংশ জমি ক্রয়, হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় এর জন্য ৩৫ শতাংশ জমি ক্রয় করে স্কুলের জন্য সালাউদ্দিন খোকা মোল্লা ও তার পরিবার।
এদিকে এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সালাউদ্দিন খোকা মোল্লা একজন সৎ চরিত্রবান ও গরীব দুঃখী মানুষের পরম বন্ধু, আমাদের সুখে দুখে সবসময় তাকে পাশে পাই। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ চার আসন থেকে নির্বাচন করবেন। আমরা কুতুবপুর বাসি তাকে ভোট দিয়ে বিজয় করবো। তিনি বিজয় হলে এলাকার ব্যাপক থেকে ব্যাপক উন্নয়ন হবে। বর্তমানে দেশে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য আকাশ ছুঁই ছুঁই। আমাদের মত সাধারণ মানুষের দাড়ির নাগালে। আমরা এমন জনকে ভোট দিয়ে বিজয় করব যিনি আমাদের পাশে সব সময় থাকেন।