সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
দেশের একমাত্র বিরোধী দল হচ্ছে দল বিএনপি এমন মন্তব্য করে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, সারাদেশে বিভিন্ন আসনে আমাদের ১৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনগণ যদি মনে করেন সংসদে একটা শক্তিশালী বিরোধী দল থাকার দরকার তাহলে সাধারণ মানুষ অবশ্যই আমাদের ভোট দিবেন। আমরাই শুধু নিজের পায়ে দাঁড়িয়ে নির্বাচন করবো, কারো অনুগত হয়ে নয়।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সোনালী আঁশ প্রতীক বরাদ্দ নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এবার যদি ২০১৪ সাল এবং ২০১৮ সালের মতো নির্বাচন হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা হবে না। আমি সব সময় জনগণের সঙ্গে ছিলাম, জনগণের জন্য কাজ করেছি। রূপগঞ্জের সব জনগণ আমাকে ভাই বলেন, স্যার বলেন না। রূপগঞ্জের এক হাজার লোককে চাকরি দিয়ে আমি ২৬ মাস জেল খাটছি। কেউ আমাকে এক কাপ চা খাওয়াতে পারেনি।
তৈমূর বলেন, দেশের কোনো মানুষ দেখাতে পারবে না খন্দকার পরিবারের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিংবা কেউ পরিবারতন্ত্র কায়েম করেছেন। আমি একা লড়াই করে আজ এ জায়গায় এসেছি। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু হবে।
এরআগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।