রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বাংলাদেশ আন্তজেলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী হাজী আবুল হোসেন ও কার্যকরী সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে পাগলা শাখার কার্যালয়ে নির্বাচন কমিটির চেয়ারম্যান হাজী সালাউদ্দিন ও নির্বাচন কমিটির সচিব হাজী মোঃ মাসুম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচন চেয়ারম্যান জানিয়েছেন, সভাপতি প্রার্থী হাজী আবুল হোসেন ও কার্যকরী সভাপতি প্রার্থী বাবুল আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় হাজী আবুল হোসেনকে সভাপতি ও কার্যকরী সভাপতি হিসেবে বাবুল আহমেদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
আগামী (২৩ ফেব্রুয়ারি) বাকি পদগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।