মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান জাকির খানের মুক্তির দাবিতে ছাত্রদল নেতা পলাশের বিক্ষোভ মিছিল ফতুল্লায় শ্রমিকলীগ নেতার বাড়ির ডাকাতি : ১ মাসেও উদ্ধার হয়নি মালামাল ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার

ফতুল্লার ইসদাইরে ফেইসবুকে কু-রুচিপূর্ন মন্তব্য ও ছবি পোষ্ট করায় দম্পতি গ্রেপ্তার

সংবাদ নারায়ণগঞ্ঝঃ- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কু-রুচিপূর্ন মন্তব্য ও কুকুরের ছবি পোষ্ট করে একজন ব্যবসায়ীকে হেয়প্রতিপন্ন করার অপরাধে ফারজানা আক্তার পলি(৩২) ও তার স্বামী মতিন মোল্লা(৪০)কে ডিজিটার নিরাপত্বা আইনে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

জানাগেছে, সদর উপজেলার পূর্ব ইসদাইর এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাজুল ইসলাম রাজিব ও বাবা আলহাজ¦ মোঃ কাশেমকে জড়িয়ে ফারজানা আক্তার পলি ও তার স্বামী মতিন মোল্লা তাদের ব্যক্তিগত ফেইসবুক(যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/

ভধৎরুধ.সধযধনঁন.৯,যঃঃঢ়ং://িি.িভধপবড়ড়শ.পড়স/লধংরশধলধযধহ.ঢ়ধুবষওযঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ঢ়ৎড়ভরষ.ঢ়যঢ়?রফ=১০০০৩৬২২২১৯৮৬৫৬ এ একেরপর এক আপত্তিকর, কু-রুচিপূর্ন মন্তব্য ও কুকুরের ছবি পোষ্ট করে যাচ্ছিল। এ ঘটনায় ফেইসবুকে প্রতিটি পোষ্টের মোট ১৬টি স্ক্রীনশটসহ তাজুল ইসলাম রাজিব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। পরে ১৯ অক্টোবর ফারজানা আক্তার পলি ও তার স্বামী মতিন মোল্লকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ফেইসবুকে ইচ্ছাকৃতভাবে আক্রমনাত্বক মিথ্যা অপমানকর পোষ্ট দেয়া ও মানহানিকর তথ্য প্রকাশ করা দন্ডনীয় অপরাধ। তাই ডিজিটাল নিরাপত্বা আইনে আসামী দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাদী তাজুল ইসলাম রাজিব জানান, আসামীরা ওদের ফেইসবুকে আপত্তিকর, কু-রুচিপূর্ন মন্তব্য ও ছবি পোষ্ট করে প্রতিনিয়ত সামাজিক ও ব্যবসায়ীক ভাবে অপমান অপদস্ত ও হেয়প্রতিপন্ন করে আসছে।

এছাড়াও ফেইসবুকে এই ধরনের আপত্তিকর, কু-রুচিপূর্ন মন্তব্য ও কুকুরের ছবির পোষ্ট দেখে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান গুলোতে কর্মরত প্রায় ৩ হাজার কর্মমর্তা/কর্মচারী ও শ্রমিকগন উত্তেজিত ও ক্ষুব্ধ হয়ে উঠছে। তাই পুলিশ প্রশাসনের নিকট সমস্ত প্রমানাদিসহ আসামীদের বিরুদ্ধে অভিযোগ করেছি। তিনি আসামীদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD