রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র জয়ন্ত হত্যা, চারজনের মৃত্যুদণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র জয়ন্তকে হত্যার দায়ে চারজন অপহরণকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সারাবন তহুরা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার শন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। এদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনজন পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা। মুক্তিপণের টাকা না পেয়ে একদিন পর শিশু জয়ন্তকে বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন তারা।

নিহত শিশু জয়ন্ত চন্দ্র দাস বানিয়াদি এলাকার কলা বিক্রেতা চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD