রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না, জেলা প্রশাসক

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, রমজানে ব্যবসায়িদের বলবো যার যার অবস্থান থেকে কম লাভ করে প্রকৃত খাবারটা মানুষকে দেন। ভোক্তার যে অধিকার তা যেন সংরক্ষণ হয়, সেদিকে সবাই খেয়াল রাখবেন। আমরা নিজেরাই ভোক্তা আবার নিজেরাই বিক্রেতা। আমরা কেউ একটি পণ্য বিক্রি করি আবার অন্য একটি পণ্য ক্রয় করি। কোন না কোনভাবে প্রত্যেকেরই কিন্ত অধিকার খর্ব হচ্ছে

শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না। রেস্টুরেন্টগুলো আইন অনুযায়ী যা যা থাকার দরকার তা যেন রাখে। আমরা দেখেছি রেস্টেুরেন্টগুলো আবাসিক এলাকায় করা হচ্ছে। বেইলি রোডের মতো দু:খজনক ঘটনা যেন নারায়ণগঞ্জে না ঘটে এজন্য আমাদের টিম কাজ করছে। ক্রামান্বয়ে রেস্টুরেন্টগুলো আবাসিক ভবন থেকে বাইরে স্থানান্তর করা হবে। রেস্টেরেন্ট রেস্টুরেন্ট এর জায়গায় থাকবে। তাদের সকল দপ্তরের ছাড়পত্র আছে কি না আমরা তা দেখবো।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক নয় রাষ্ট্রের নাগরিক হিসেবে অনুরোধ করবো প্রত্যেকে যেন যার যার ব্যবসাটা সঠিকভাবে করি। আমরা ন্যায্য মূল্য রাখি। ভেজালমুক্ত নির্ভেজাল খাবার যেন মানুষ খেতে পারে সেই উদ্যোগটা গ্রহণ করি।

রমজানে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে সভায় ব্যবসায়িদের আহবান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে চাষাড়া টাউন হলে আমরা নিজস্ব উদ্যোগে দোকান তৈরী করে দিবো। এখানে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য বিক্রি করতে পারবেন। আগামী ২০ মার্চ থেকেই শুরু করতে পারেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ সুগার এন্ড ওয়েল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শংকর সাহা, ক্যাব, নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক কাজী দলিল উদ্দিন দুলাল, হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি শাহীনসহ আটা-ময়দা মালিক সমিতি, চাল আড়ৎদার মালিক সমিতি, ড্রাগ এন্ড কেমিস্ট ব্যবসায়ি সমিতি, নিতাইগঞ্জ ব্যবসায়ি সমিতি, কালিবাজার ব্যবসায়ি সমিতি, দিগুবাবু বাজার ব্যবসায়ি সমিতির প্রতিনিধি সহ বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD